কোম্পানী প্রতিষ্ঠা : ২০০৬ ইং সনে যাত্রা শুরু। সোনালী সূর্য উজ্জ্বল দিনের স্বপ্ন দেখায়। ভূ-রাজনৈতিক অবস্থান এবং মুক্তবাজার অর্থনীতিতে অমিত সম্ভাবনার এই দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগলিক অবস্থানে অবস্থিত। এখন প্রয়োজন শক্ত হাতে সম্ভাবনার হাল ধরা। শুধুই এগিয়ে চলা। তাহলেই আসবে স্বনির্ভরতা, সমৃদ্ধি আর বিশ্ব দরবারে প্রতিষ্ঠার স্বীকৃত মর্যাদা। সম্ভাবনার সবটুকু কাজে লাগিয়ে, সকল জীর্ণতাকে ফেলে, উদ্যোমী শিরকে তুলে ধরতে “সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার” নিয়ে যাত্রা শুরু “তেপান্তর গ্রুপ। যার উদ্দেশ্য-মানুষের মৌলিক চাহিদার সবকটা দুয়ারে জালিয়ে দেওয়া প্রকৃত দীপ শিখা/আলোর বর্তিকা, যাতে আলোকিত হবে পুরো দেশ এবং প্রভা ছড়িয়ে পড়বে বিশ্বময়। “তেপান্তর গ্রুপ” একটি বেসরকারী প্রতিষ্ঠান। যার যাত্রা শুরু মাত্র কয়েক বছর পূর্বে।...
Read More“তেপান্তর ডেভেলপারর্স লিঃ” প্রতিষ্ঠিত হয় ২০০১ সালের মাঝামাঝি যা ভূমি প্রকল্পের একটি প্রসারিত উদ্যোগ। আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের বসবাস সংক্রান্ত সমস্যা সমাধানের প্রচেষ্টা স্বরূপ রিয়েল এস্টেট ডেভেলমেন্ট এর কাজ শুরু করেছি। আমরা সব সময়ই আমাদেও কাজের গুনগত মান নিয়ে সচেষ্ট থাকি, যা আমাদের ব্যবসায় অস্থিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে কাজ করছে। আমাদের রয়েছে যোগ্যতাসম্পন্ন স্থপতি এবং প্রকৌশলী, দক্ষ কর্মকর্তা-কর্মচারী যারা আমাদের প্রকল্পের গুনগতমান সম্পর্কে নিশ্চিত করেন। আমরা আপনাকে বাহিরের চাকচিক্য দিয়ে প্রতারিত করব না। বরং আমরা দালানের বিস্তারিত কাঠামোকেই বেশী গুরুত্ব দেই। কারন আমরা আপনার সেবাই নিয়োজিত।
“তেপান্তর ডেভেলপারর্স লিঃ” কোম্পানীকে আপনি নিরাপদ ও মনোরম ফ্ল্যাট এবং অফিস তৈরির জন্য বিশ্বাস করতে পারেন।
Visit Siteম্যাংগোট্রি আইটি সল্যুশন বাংলদেশের মধ্যে একটি সমৃদ্ধ ও খ্যাতিমান সফটওয়ার কোম্পানি। এর যাত্রা শুরু হয় ২০১৫ সাল থেকে। অনেক অল্প সময়ের মধ্যে কোম্পানীর মেধা এবং দায়িত্বের সমন্বয়ে আমরা বাংলাদেশের খ্যাতিমান সফটওয়্যার কোম্পানি গুলোর মধ্যে নিজেদের স্থান তৈরী করতে সক্ষম হয়েছি। দেশ সহ বিদেশের কর্পোরেট, সফটওয়্যার সহ নানা ধরনের সেবা আমরা সৎ ও সম্পূর্ন নিখুঁত ভাবে গ্রাহকদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি।
Visit Site২০০৯ সালে “তেপান্তর ফুড প্রোডাক্টস্ লি.” যাত্রা শুরুর মাধ্যমে দেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়নে অসীম অবদান রাখার কারণে কোম্পানীর শুধুমাত্র মর্যাদাই বৃদ্ধি পায়নি বরং “তেপান্তর ফুড প্রোডাক্টস্ লি.” বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে প্রাণের স্পন্দন হিসেবে সবচেয়ে প্রশংসিত খাবার ও পানীয় ব্র্যান্ডের অন্যতম সেরা নাম। মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম প্রধান হল অন্ন বা খাদ্য। ভেজালমুক্ত ও গুনগতমান সম্মত খাদ্য সামগ্রী উৎপাদন করে মানুষের এ চাহিদা মেটাতে বি এস টি আই কর্তৃক অনুমোদিত “তেপান্তর ফুড প্রোডাক্টস্ লি.” দেশ ব্যাপি সূলভ মূল্যে নিজস্ব পরিবহণ ব্যবস্থাপনায় যথাযথভাবে পণ্য-দ্রব্য সরবরাহ করার ফলে দিনে দিনে এর চাহিদার বিস্তৃতি লাভ করছে বহুগুণে।
“তেপান্তর ফুড প্রোডাক্টস্ লি.” এর সকল পণ্য প্রতিটি পর্যায়ে মানের সর্বোচ্চ স্তর বজায় রেখে অভিজ্ঞ ও দক্ষ জনবলের মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক মানসম্মত খাবার উৎপাদিত হয়। এখানে বর্তমানে বিভিন্ন বিভাগে রস/জুস্, পানীয়, মিনারেল ওয়াটার, বেকারী, বিস্কুট, ওরস্যালাইন, মসলা দ্রব্য, চা পাতা, চাল, আটা, ময়দা, সুজি ও ক্যান্ডি পণ্য উৎপাদন হচ্ছে।
জরাজীর্ণ পৃথিবীর ভেজাল ও ফরমালিন বিষযুক্ত খাবার খেয়ে মানুষ রোগ ভোগে ধরাশায়ী আজ। তারপর আবার তথাকথিত চিকিৎসকেরা এবং এ সংক্রান্ত মহান সেবার সাথে যারা জড়িত তাদের একটি বড় অংশ এই প্রয়োজনীয়, অমূল্য চিকিৎসা সেবা প্রত্যাশীদেরকে আর্থিক ও মানসিকভাবে হেনস্থা করে চলেছে অহর্নিশি। এ রকম বাস্তবতার মুখে অত্যাধুনিক মানের রোগ নির্ণয়ক মেশিন দ্বারা স্বল্প খরচে মানুষের অকৃত্রিম সেবা প্রদানের মানষে উন্নত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে “তেপান্তর ৩ডি ল্যাব লি.”। প্রস্তাবিত “তেপান্তর ৩ডি ল্যাব লি.” ডায়াগনিস্টিক ও চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি সর্বাধূনিক ও উন্নত সেবাদানকাী প্রতিষ্ঠান হিসেবে প্রস্তাবিত কার্যক্রম শুরু করে দেশের বেসরকারী খাতে বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ ডায়াগনিস্টিক কমপ্লেক্স হয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে অন্যতম শিখরে পৌঁছাবে। এটি বিশ্বের চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কৃত সর্বশেষ মেডিকেল সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের বৃত্তাকারে ঘড়ি শিক্ষক সেবা প্রদান করার জন্য অগ্রগামী হিসেবে কাজ করবে। আইনি ব্যবস্থাপনায় স্বীকৃত সাহসিকতায় প্রস্তাবিত “তেপান্তর ৩ডি ল্যাব লি.” একটি বেসরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গণপ্রজাতন্ত্রী সরকার-এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এ নিবন্ধিত হয়ে কার্যক্রম
Visit Siteমফস্বল, শহর ও নগরের কর্মব্যস্ততার কর্মময় দেহ ও মন মাঝে মাঝে চাই ঝিরঝিরে বাতাসের আলতো ছোঁয়া, তাইতো প্রায় ১০০ (একশত) বিঘা জমির উপর সবুজ বনানীতে ইকো-বন্ধুত্বপূর্ণ এবং নির্মল ও স্নিগ্ধ ছোঁয়া মলয়ে মোহিত মূহুর্তরাজি ভাগাভাগি করে নিতে চায় সুখ সাগরের উষ্ণ আলিঙ্গন। কোলাহলমুক্ত নিরব-নির্জনে স্বীয় হৃৎপিন্ডের টিকটিক শব্দ শোনা, আপন মনের নিবিড় প্রশান্তির জন্য ইট-পাথর আর ব্যস্ত শহরে এই অবসরের সুযোগ কোথায় ? তাই স্বপ্ন-সুখের আলিঙ্গনে তেপান্তর গ্রুপের আয়োজন “তেপান্তর ইকো পার্ক লি.”- এ কর্মব্যস্ত ক্লান্ত পথিক খুঁজে পাবে একটুকরো নির্মল সুখক্ষণ। বুকভরা নিঃশ্বাস, প্রশান্তির নিবিড় ছোঁয়া, সবুজে বেষ্টিত চারিধার যেন হাতছানি দেয় পরশের। দেশের সর্ববৃহৎ পরিসরে এবং পারিবারিকভাবে উপভোগ্য ও চিত্তবিনোদনের উপযুক্ত পার্ক হিসেবে গড়ে তোলার নিমিত্তে অতি শীঘ্রই উদ্বোধন করা হবে প্রস্তাবিত তেপান্তর ইকো পার্ককে। যাহা সফলতার সাথে বিশেষ বিশেষ চিত্তাকর্ষক বিনোদন মাধ্যম দ্বারা সকলকেই আকৃষ্ট করে আনন্দ বিলিয়ে দিতে সক্ষম হবে। প্লে জোন, বৃষ্টি নাচ, জলপ্রপাত, কুয়াশা ওয়েভ পুল, ওয়েভ রানার, মহিলা ও পুরুষের কার্ভ স্লাইডসে কিডস্ পুল, মাল্টি ওয়াটার পার্ক, ০৮ জরফবং সহ মোট ২৮টি প্রধান আকর্ষণীয় বাহারী সমাহার। আয়োজনে আরোও বিশেষ যা থাকছে- আনন্দ বাগান ওয়াটার গার্ডেন ট্রলি পার্ক মিটিং ও কনফারেন্স- এর সুব্যবস্থা। আটলান্টা সিটি সুইমিংপুল আধুনিক ও মজাদার বিভিন্ন রাইড, ফুড গার্ডেন, বয়স্কদের বিভিন্ন ধরনের বিনোদন, মিউজিয়ামে শিশুদের জন্য স্পেশাল বিনোদন থিয়েটার।
তাছাড়া তেপান্তর ইকো পার্ক-এ আরোও সংযোজন হবে মনোহরিনীয় “জল পৃথিবী”।
‘দিগন্তে আজ হাত মেলে দেই প্রাণ খোলা এই সুখ সাগরে, ক্লান্তিগুলো আজ যাক উবে যাক অন্ধকারের ভাগাড়ে’। প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের বাংলাদেশ। যার মাঝে কক্সবাজার সমুদ্র সৈকত অন্যতম। যা বিশ্বের দর্শনীয় স্থান সমূহের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন। চট্টগ্রাম থেকে মাত্র ১৫০ কিঃ মিঃ দক্ষিণে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে স্বীকৃত আমাদের এই সমুদ্র সৈকত। পৃথিবীর প্রায় সব দেশ থেকে হাজার হাজার পর্যটক প্রাণ ভরে নির্মল নিঃশ্বাস নিতে আসে আমাদের এই মহামহেন্দ্রকেন্দ্রে। দুহাত খুলে নিজেকে মেলে ধরে দিগন্ত বিস্তৃত বাতাসের উদার কোলে। অনাবিল প্রশান্তির এই নিবিড় কোলে অবসাদ লাঘবের আয়োজক যদি আপনি হন, আপনার একটি ঠিকানায় সব ক্লান্তরা যদি ক্লান্তিহীন হতে পারে, তবে নিশ্চয়ই অকৃপণ প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশে আরো এক ধাপ এগিয়ে যাবে। তেপান্তর গ্রুপ তাই আপনাদেরকে প্রকৃতির কোলে সৌন্দর্য সকাশে অংশীদার বানাতে নতুন প্রকল্প ‘তেপান্তর কক্সভ্যালী লি.’ বিনির্মানের জন্য গ্রহণ করেছে এক চমকপ্রদ প্রস্তুতি। আপনার সম্পৃক্ততায় এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা।
Visit Siteবর্তমান স্বরাষ্ট্রমন্ত্রি জনাব আসাদুজ্জামান খান কামাল এর তত্ত্বাবধানে পরিচালিত রহমতে
আলহামদুলিল্লাহ্, গত ২৭/১২/২০১৮ ইং তারিখে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তেপান্তর হাউজিং
ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক কিরাত ও ইসলামী মহাসম্মেলনে